ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে। আদালত যথাযথ চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও এখনও কাজলের উন্নত চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) উদ্বেগ জানিয়ে জরুরি ভিত্তিতে সুচিকিৎসার ব্যবস্থা করা এবং দ্রুততার সাথে কাজলকে মুক্তির দাবি জানিয়েছে।
রোববার আসক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কাজলের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। বাম হাত অচল (প্যরালাইজড) হয়ে গেছে। তার ঘন ঘন বমি ও রক্ত বমি হচ্ছে। আদালতের কাছে কাজলের আইনজীবী উন্নত চিকিৎসার আবেদন করলে আদালত উন্নত চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরিবারের অভিযোগ, কারাগার আদালতের নির্দেশ গ্রহণ করেনি। এতে করে কাজলের অবস্থার অবনতি ঘটছে।
কাজলের শারীরিক অবস্থা জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল হক বলেন, ‘কাজলের শারীরিক অবস্থা ভালো আছে। খারাপ হলে হাসপাতালে থাকতেন।’
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy