আসমা আহমেদ:
দেশের ৩৩ জেলায় চলমান বন্যা দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ২২২ জনে দাঁড়িয়েছে। গত ৩০ জুন থেকে গতকাল ১৭ আগস্ট পর্যন্ত বন্যার পানিতে ডুবে ১৮৬ জনের মৃত্যু হয়। এছাড়া ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৩ জন, সাপের কামড়ে ২০ জন এবং অন্যান্য কারণে দুজন মারা যান।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বন্যা দুর্যোগে মৃতদের মধ্যে লালমনিরহাটে ১৭ জন, কুড়িগ্রামে ২৩, গাইবান্ধায় ১৫, নীলফামারীতে দুই, রংপুরে তিন, সুনামগঞ্জে আট, সিরাজগঞ্জে ১৫, বগুড়ায় এক, জামালপুরে ৩২, টাঙ্গাইলে ৩৭, রাজবাড়ীতে তিন, মানিকগঞ্জে ২০, ফরিদপুরে এক, নেত্রকোনায় সাত, নওগাঁয় দুই, কিশোরগঞ্জে ১০, ঢাকায় নয়, শরীয়তপুরে তিন, মুন্সিগঞ্জে ছয়, গাজীপুরে ছয় এবং গোপালগঞ্জে দুই প্রাণ হারিয়েছেন।
বর্তমানে দেশের ৩৩টি জেলার ২৬৯টি উপজেলার দুই হাজার ৫৯৩টি ইউনিয়নের মধ্যে এক হাজার ৭৮টি ইউনিয়ন বন্যাকবলিত। স্বাস্থ্য অধিদফতরের দুই হাজার ৭৮৫টি মেডিকেল টিম বন্যাকবলিত জেলাগুলোতে চিকিৎসা সেবা দিচ্ছে।
দুর্গত জেলাগুলোতে এ পর্যন্ত ডায়রিয়ায় ১৭ হাজার ৪১৩ জন, শ্বাসতন্ত্রের প্রদাহে (আরটিআই) পাঁচ হাজার ৬৪১, বজ্রপাতে ৪৭, সাপের কামড়ে ৬৬, পানিতে ডুবে ১৮৬, চর্মরোগে ১১ হাজার ২০৮, চোখের প্রদাহে এক হাজার ২২৭, আঘাতপ্রাপ্ত হয়ে এক হাজার ২৭ এবং অন্যান্য রোগে ১৪ হাজার ৫৪৩ জন মোট ৫১ হাজার ২৬২ জন আক্রান্ত হয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy