শহিদুল ইসলাম জেলা প্রতিনিধি ঃ
বরগুনা উপজেলা ফুলজুরি ইউনিয়নের গলাচিপা বাজার থেকে মোঃ রুবেল (২৮) এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে বরগুনা সদর থানার পুলিশ। শনিবার ৬ নভেম্বর আনুমানিক বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি কে.এম. তারিকুল ইসলামের নেতৃত্বে এস.আই সোহেল, সঙ্গীয় ফোর্স এ.এস.আই কিবরিয়া অভিযান চালিয়ে রুবেলকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে রুবেল মাদকের ব্যবসা করছেন মাদক ছরিয়ে দিচ্ছেন পুরো এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সদরের ফুলঝুড়ী ইউনিয়নের গলাচিপা বাজারে গাঁজা বিক্রি হচ্ছে। এই তথ্যের আলোকে অভিযানে গিয়ে রুবেলকে (২৮) ১ কেজি গাঁজাসহ আটক হাতেনাতে আটক করা হয়। মোঃ রুবেল বেতাগী উপজেলার চান্দুখালি এলাকার ব্যবসায়ী বাবুল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় রুবেল নামে এই ছেলেটি অনেকদিন যাবত বিভিন্ন এলাকায় মাদক ছড়িয়ে দিচ্ছে তাই এর গ্রেফতারে এলাকার অনেকেই খুশি হয়।
বরগুনার সদর থানার (ওসি) কে. এম. তারিকুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা উপজেলার ফুলঝুড়ী ইউনিয়নের গলাচিপা বাজারে গাঁজা বিক্রি করছে এক মাদক ব্যবসায়ী সঙ্গীয় ফোর্সসহ অভিযানে গিয়ে রুবেলকে ১ কেজি গাঁজা সহ আটক করা হয় । রুবেল বেতাগী উপজেলার চান্দুখালি এলাকার ব্যবসায়ী বাবুল মিয়ার ছেলে । তিনি আরও বলেন মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না আমাদের এই অভিযান সব সময় চলবে। আপনার আশেপাশে এধরণের কোন ঘটনা থাকলে আমাদেরকে জানাবেন আমরা সবসময় আপনাদের পাশে আছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy