বরগুনা জেলার তালতলী থানাধীন কড়ইবাড়িয়া বাজার এলাকা হতে ২০১৫ সালের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর অভিযানে গ্রেফতার হয়েছে।
জানা গেছে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প অদ্য ৩০ জানুয়ারি ২০২৪ ইং তারিখ বিকেল পাঁচটার সময় বরগুনা জেলার তালতলি থানাধীন কড়ইবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ দিনের খুনের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করে র্যাব।
ঘটনার বিবরণে জানা যায় গত ২৫ জুন ২০১৫ তারিখের বিপ্লব চন্দ্র মিস্ত্রী সাং-চরপাড়া,থানা তালতলী, জেলা-বরগুনা ও আসামী সনক চন্দ্র মিস্ত্রী পিতা-নিশিকান্ত মিস্ত্রী লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে হত্যা করে।
র্যাব সূত্রে জানা যায় পলাতক আসামিকে গ্রেপ্তার করে তালতলী থানায় প্রেরণ করা হয়।