বরগুনা প্রতিনিধি
বরগুনায় ২০১৯ সালের ২৬ জুন আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রথম গ্রেফতারকৃত আসামী চন্দন(১৫) কে আজ জামিন দিয়েছেন শিশু আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান। রিফাত শরীফ হত্যা মামলা দায়েরের পরই ২৭ জুন চন্দনকে পৌরসভার আমতলা এলাকার বাসা থেকে আটক করে পুলিশ। এই মামলায় চন্দনই গ্রেফতারকৃত প্রথম আসামী। বুধবার বরগুনা শিশু আদালতের আসামী পক্ষে জামিনের আবেদন করেন আ্যাডঃ নার্গিস পারভীন সুরমা। আসামী পক্ষের আইনজীবীকে জামিন শুনানীতে সহায়তা করেন আইনজীবী সমিতির সম্পাদক আ্যাডঃ মাহবুবুল বারী আসলাম। রাস্ট্র পক্ষে জামিন আবেদনের বিরোধীতা করেন বিশেষ পিপি আ্যাডঃ মোস্তাফিজুর রহমান বাবুল। উভয় পক্ষের শুনানী শেষে আদাদল আসামী চন্দনের জামিন মন্জ্ঞুর করেন। চন্দন বর্তমানে বরগুনা কারাগারে শিশু সংশোধনাগারে রযেছে। এ নিয়ে রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত ১৪ শিশু আসামীর মধ্য ৮ জন জামিন পেল। ইতোপূর্বে শিশু আসামী, মারুক, প্রিন্স মোল্লা,মারুফ মল্লিক, রাতুল,নাজমুল, আরিয়ান শ্রাবণ, ও তানভীরের জামিন দিয়েছে আদালত ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy