শহিদুল ইসলাম জেলা প্রতিনিধি ঃ
বরগুনা পুলিশ সুপারের কাছে দুলাল নামের এক প্রতারক জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব (ভুয়া) পরিচয় দিয়ে একটি মামলার তদবির করেন । শনিবার দুপুরে দুলাল নামের এক প্রতারক বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে এসে নিজেকে জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দেন এবং একটি মামলা তদবির করার বিষয়ে আলোচনা করেন। এ ব্যাপারে পুলিশ সুপারের সন্দেহ হলে দুলাল পুলিশ সুপারের কার্যালয় থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ তাকে আটক করেন। প্রতারক দুলাল নিজেই স্বীকার করেন বিভিন্ন সময় নিজেকে সচিব পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম বিভিন্ন সময় থানায় ফোন দিয়ে নিজেকে সচিব পরিচয় দিয়ে তদবির করতেন। দুলাল এর পুরা নাম মোঃ সাইফুল্লাহ মাহমুদ দুলাল পিতা মৃত সুলতান হাওলাদার গ্রাম দক্ষিণ জ্ঞানপাড়া ৩ নং চরদুয়ানী ইউনিয়ন উপজেলা পাথরঘাটা জেলা বরগুনা। বরগুনা সদর থানার ওসি ও ডিবির ওসি বলেন, বরগুনা পুলিশ সুপারের নেতৃত্বে সদর থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে দুলাল নামের ভুয়া সচিব কে গ্রেফতার করা হয়।