হাইকোর্টে হাজির হতে ঢাকায় বরিশালের বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধর্ষণ মামলা আসামি ৪ নাবালক শিশু ও তাদের অভিভাবক।
শনিবার (১০ অক্টোবর) রাতে বরিশাল থেকে এমভি কুয়াকাটা-২ লঞ্চে ঢাকার পথে রওনা দেন তারা। এরআগে সন্ধ্যায় বাকেরগঞ্জের রুনসি গ্রাম থেকে অভিভাবক ও শিশুদের বরিশাল আনা হয়।
বৃহস্পতিবার রাতে হাইকোর্ট ধর্ষণ মামলার আসামি ৪ নাবালক শিশুকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে জামিনে মুক্তির নির্দেশ দিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করতে বলেন। সেই সঙ্গে অভিভাবকসহ শিশু, বাকেরগঞ্জ থানার ওসি এবং বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করেন হাইকোর্ট।
Leave a Reply