ডেস্কঃ
বরিশালে জন্মগত হৃদরোগ, ক্যান্সার, কিডনি, থ্যালসেমিয়া, লিভার সিরোসিসসহ ৬টি জটিল রোগে আক্রান্ত ১৭২ জনকে ৮৭ লাখ টাকার অর্থ সহায়তা দেয়া হয়েছে। সমাজসেবা অধিদফতরের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১২টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আনুষ্ঠানিকভাবে ৫ জন রোগীর হাতে প্রতীকি চেক তুলে দেয়া হয়। এই ৫ জনসহ জটিল রোগে আক্রান্ত ১৭২ জনের ব্যক্তিগত হিসেব নম্বরে সরকারিভাবে সহায়তার অর্থ পৌঁছে যাবে বলে জানিয়েছেন সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। প্রতীকি চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরন। অনুষ্ঠানে ৬টি জটিল রোগে আক্রান্ত ১৭২ জনকে ৫০ হাজার টাকা করে মোট ৮৭ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেয়া হয়। জানা যায়, করোনা পরিস্থিতিতে সবাইকে এক জায়গায় জড়ো করে চেক বিরতণ না করে ৫ জনকে এনে প্রতীকি চেক বিতরণ করা হয়। এই ৫ জনসহ ১৭২ জনের ব্যাংক হিসেবে স্বয়ংক্রিয়ভাবে অনুদানের টাকা চলে যাবে। সারা দেশের মধ্যে বরিশালে এই প্রথম এডভাইসের মাধ্যমে সবার হিসেব নম্বরে অনুদানের অর্থ প্রেরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ সেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। এর আগে, জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঘূর্ণিঝড় আম্ফানসহ অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৭২টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন এবং ৬ হাজার টাকার করে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy