মাসউদ রানা
” রাখিব মান হবো মহিয়ান ” এ স্লোগানকে সামনে রেখে বর্ণিল ও বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির উদ্যোগে ফুলবাড়ীবাসীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শত প্রাণের উচ্ছাস ও উদ্দীপনায় নানা আয়োজনে আয়োজিত মিলন মেলায় সৌহার্দ্য, সম্প্রীতি ও
ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হয়েছেন প্রাকৃতিক সম্পদে ভরা দিনাজপুর জেলার ফুলবাড়ীর কৃতি শিক্ষার্থী ও গুণী ব্যাক্তিবর্গ।
২৪ জানুয়ারি শুক্রবার ঢাকা বুড়িগঙ্গা নদীর ধারে সিলিকন সিটি অলকা পার্ক এন্ড রিসোর্টে দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫ শতাধিক লোকজন সতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় নৈসর্গিক পরিবেশে নন্দিত ব্যক্তিদের পদচারণায় প্রাণের উচ্ছাসে মুখরিত হয়ে ওঠে সিলিকন সিটি। ঢাকার বুকে এ যেন এক ফুলবাড়ীর প্রতিচ্ছবি।
এই মিলনমেলা কয়েকটি পর্বে বিভক্ত করা হয়। তার মধ্যে অন্যতম ছিল প্রাতঃরাশ শেষে নিবন্ধন অনুযায়ী ছেলেদের জন্য টি – শার্ট ও মেয়েদের জন্য চাদর উপহার, শিশু – কিশোরদের জন্য রিসোর্টের বিভিন্ন রাইড বিনোদন উপভোগ, রিসোর্টে আকর্ষণীয় ছিল সুইমিংপুল। সব মিলিয়ে আনন্দমুখর পরিবেশ ছিল রিসোর্ট জুড়ে। মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩ টার দিকে সকলে আলোচনা মঞ্চে যান।সেখানে কেক কাটার মধ্য দিয়ে সংগঠনের পক্ষ থেকে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির সভাপতি রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন নিউরোসার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. রেজাউল আলমের সভাপতিত্বে বিশেষ আলোচনা সভা, স্মৃতি রোমন্থন ও আকর্ষণীয় র্যাফেল ড্র এর আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্মসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান শাহ, প্রাক্তন সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনসুর আলী সরকার, সেনা সদরে কর্তব্যরত বিগ্রেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির হিমু, ডা. শাহ মো. আব্দুল কাদের। আলোচনা মঞ্চে স্বাগত বক্তব্য দেন মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক মো: হামিদুল হক চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন কাদের। মিলনমেলার আয়োজনকে সফল করতে সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন ফুলবাড়ী সমিতির সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহাবুব আলম হীরা ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক প্রকৌশলী সালাউদ্দিন রিপন প্রমুখ।
এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাক্তন অতিরিক্ত সচিব মো. মতিয়ার রহমান, শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিদর্শক প্রকৌশলী মো.জহুরুল হক বকুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন আবু মাসুদ মো. হাসানুজ্জামান, সিলিকন হাউজিং প্রাইভেট লিমিটেডের সম্মানিত ডিরেক্টর ইসমাইল হোসেন মিলন, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান, পুলিশ সদর দপ্তরে কর্তব্যরত অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর মো. রহমতুল্লাহ দীপ সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply