এম ইদ্রিছ আলী, খাগড়াছড়ি প্রতিনিধি
শ্রাবণের টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মানুষের পাশে দাড়িয়েছে দীঘিনালা সেনা জোন।
বুধবার (৯ আগস্ট) দীঘিনালার কবাখালী ও মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান পিএসসি।
খাদ্য সামগ্রী বিতরণকালে দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান পিএসসি বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সেনাবাহিনী দীঘিনালার মানুষের পাশে ছিল। তারই ধারাবাহিকতায় বন্যায় পানিবন্দি মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। ভবিষ্যতেও সেনাবাহিনীর সহায়তা অব্যাহত থাকবে।
খাদ্য সহায়তা হিসেবে দীঘানালার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করা পরিবারের মাঝে রান্না করা খাবার, চাল, ডাল, তেল, লবণ, খাবার স্যালাইন, বিস্কুট ও পানি বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy