ইদ্রিছ আলী দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের বসতঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর (রবিবার) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি হেডম্যানপাড়া এলাকার বিরো কুমার চাকমার পুত্র ত্রিপনা চাকমার বসতবাড়ী নির্মাণের জন্য দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করেন জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন।
এ সময় তিনি বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বসতবাড়ী নির্মানের জন্য আর্থিক সহায়তা পেয়ে ত্রিপনা চাকমা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই আর্থিক সহায়তা পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy