রেখা মনি,নিজস্ব প্রতিবেদকঃ
Facebook Twitter Instagram share
দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ ১২ টি মাদক মামলার আসামী মোঃ রাজু আহম্মেদসহ দুই জন মাদক কারবারিকে আটক করছে থানা পুলিশ।
Surjodoy.com
শনিবার রাত ৮ টায় হিলি বাজার সংলগ্ন সাইকেল হাটি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন,হিলি মধ্যবাসুদেবপুর বাজার সংলগ্ন সাইকেল হাটির ১২ টি মাদক মামলার আসামী মৃত জহুরুল হকের ছেলে মোঃ রাজু আহম্মেদ (৪৫) ও মাঠপাড়া গ্রামের মৃত সুরত আলীর ছেলে মোঃ জুয়েল রানা বান্টি (৩০)।
The Daily surjodoy
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাজু ট্রেডার্স এর বস্তার দোকান ঘরে অভিযান চালিয়ে রয়েল স্টেগসহ বিভিন্ন কোম্পানীর ৩৫ বোতল ভারতীয় মদ,ইনটেক্ট ০৫ (পাঁচ) বোতল ফেনসিডিল ও ৩০ টি ফেনসিডিলের খালি বোতলসহ তাদের আটক করা হয়। হাকিমপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি।
Leave a Reply