1. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  2. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
বাঁশখালীতে আ.লীগ নেতার দুই পা বিচ্ছিন্ন করল চাচাতো ভাই, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায়: রাষ্ট্রপতি অবশেষে রাজধানিতে  দেখা মিলল  বৃষ্টির যে কারণে যৌনতার প্রতি আগ্রহ কমে যায় টেকনাফ সীমান্তে  ভেসে আসছে মর্টার শেল ও ভারি গোলার বিকট শব্দ,  দেখা যাচ্ছে  আগুনের কুণ্ডলী বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প বাস্তবায়নে বাড়তি পরিশ্রমের  নির্দেশ প্রধানমন্ত্রীর  সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী লক্ষ্মীপুরে বিনামূল্যে সার বীজ বিতরণ বরুড়ায় বই ও কসমেটিক বিক্রেতাকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড,  স্বামী’র কারাদণ্ড বদলগাছীতে আগুনে ক্ষতিগ্রস্ত কাঠ মিস্ত্রিকে সহায়তা দিলেন সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী দেবীদ্বারে আনোয়ারাকে শ্বাসরুদ্ধ করে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

বাঁশখালীতে আ.লীগ নেতার দুই পা বিচ্ছিন্ন করল চাচাতো ভাই, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১, ২.০৭ এএম
  • ২৩০ বার পঠিত
জমি বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে হামলার শিকার হয়ে আওয়ামী লীগ নেতা নিহত। চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগ নেতা ছাবের আহমদ এর দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা। পুকুরিয়ার পদ্দা পুকুর পাড় এলাকায় বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতা ছাবের আহমদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, চমেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক দিবাগত রাতে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় আশংকাজনক হলে পঙ্গু হাসপাতালে কর্মরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল হাসপাতালে  নেওয়ার পথে শুক্রবার বিকাল ৪টায় তিনি মারা যান। নিহত আওয়ামী লীগ নেতা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড, খোন্দকার পাড়ার মৃত আব্দুল মাবুদের ছেলে ছাবের আহমদ (৪৬) তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্র জানা যায়, চাচাতো ভাই দেলোয়ারের সাথে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছাবের আহমদকে রামদা দিয়ে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করা হয়। ওই কোপানোর ঘটানার সময় একই এলাকার মৃত মোজাহের আহমদের ছেলে  মোঃ দেলোয়ার  (৪৫)  ও সিরাজুল ইসলামের ছেলে আবুল বশর দুলু সহ  আরও ৪-৫ জন সন্ত্রাসী ছিল।
হামলার সময় ছাবের আহমদ  বাড়ির পাশে পুকুর খননে নিয়োজিত স্কেভেটর চালকের সাথে কথা বলছিলেন। পুলিশ হামলার পর পর ঘটনাস্থলে অভিযান চালিয়ে হামলাকারী দেলোয়ারের পুত্র মো. হাসানকে (১৯) গ্রেপ্তার করেছে।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন, ছাবের আহমদের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শেরে বাংলা নগরের পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
এই ব্যাপারে বাঁশখালীর রামদাস পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল বলেন, সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়ে দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত মো. হাসান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews