
আফনান ,বাঁশখালী(চট্টগ্রাম) :
মহানবী (সাঃ)এর পবিত্র সীরাত আলোচনা উপলক্ষে বাঁশখালী ইসলামী যুব কাফেলার উদ্যোগে শানে রেসালত সম্মেলন বাঁশখালী বৈলছড়ি গার্লস কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে মাওলানা শাহ আহমদ হাসান সভাপতিত্বে,প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শায়খুল হাদিস শাহ মুফতি আহমদুল্লাহ সাহেব,
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুসা বিন ইযহার,প্রধান মুফাসৃসির হিসেবে উপস্থিত ছিলেন,খুরশিদ আলম কাসেমী,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ হাসান জামিল,
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি দিলাওয়ার হুসাইন,শাহ আবু বকর।
এতে আর উপস্থিত ছিলেন, মোবারক হোসাইন আসিফ,ইসলামী যুব আন্দোলনের চট্রগ্রাম দঃ জে ঃ শাখার সাঃ সম্পাদক ও পরিচালনা কমিটি,র হাফেজ ইব্রাহীম,মাওলানা ইউনুছ,
মাওলানা জুনাইদ,মাওলানা
হানিফ,মাওলানা আনোয়ার, মাওলানা আব্দুল মাজিদ,
মাওলানা তৈয়ব, মাওলানা আমান উল্লাহ হাসান, মাওলানা আবিদ শাহীন সহ প্রমুখ
এ জাতীয় আরো খবর..
Leave a Reply