আফনান চৌধুরী, বাঁশখালী, চট্টগ্রাম :
চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে নির্মানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সাথে রমজানে কর্মঘণ্টা, বেতন ও ইফতারের সময় সহ বিভিন্ন কিছু নিয়ে শ্রমিক পক্ষ থেকে মালিক পক্ষকে কিছু দাবী জানানো হয় এবং আজ সমাধানের আশ্বাস দেন এবং আজ তা মানা না হলে শ্রমিকরা আন্দোলন করলে পুলিশ-শ্রমিক সংঘর্ষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫জন নিহত এবং শতাধিক গুলিবিদ্ধ হন।নিহতরা হলেন, আহমদ রেজা (১৮), মোহাম্মদ শুভ (২৪), রনি হোসেন (২২), মোহাম্মদ রাহাত (২২) এবং মো. রায়হান (১৯)।
বেশ কয়েকজন শ্রমিক জানান, গন্ডামারায় নির্মানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ঠিকমতো বেতন না দেওয়া, রোজায় এক ঘন্টার বিরতি দেওয়া সহ বিভিন্ন কারণে প্রকল্পের চায়নাদের সাথে শ্রমিকদের মনোমালিন্য হয়। আজ শনিবার সকালে সেটি বড় আকার ধারণ করে। পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দিয়ে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) সওগাত উল ফেরদৌস জানান, সকাল ১১ টার দিকে গন্ডামারায় নির্মানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে চারটি লাশ আনা হয়েছে। অনেক আহত চিকিৎসা নিয়েছে।
এর আগে ২০১৬ সালে গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মান নিয়ে চারজন নিহত হয়েছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy