প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ৬:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৩, ১০:২১ পি.এম
বাঁশখালীতে পৃথক অভিযানে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা, ২টি আগ্নেয়াস্ত্র ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৯

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাঁশখালীতে পৃথক পৃথক অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত ধর্ষক, খুনি, ডাকাত, ইয়াবাকারবারি মিলে ৯ জনকে থানা পুলিশ গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৬ বছর বয়স্ক নিজ মেয়েকে উপর্যুপরি ধর্ষণে অভিযুক্ত ২ বছরের সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ ডাকাত খুনি আমজাদ আলী প্রকাশ আমজাদ হোসেন (৪৫)ও রয়েছে।
বাঁশখালী থানা পুলিশ শুক্রবার (১৭ মার্চ) গভীর রাত থেকে ১৮ মার্চ শনিবার সকাল পর্যন্ত পুকুরিয়া, পুঁইছড়ি, চাম্বল ও পৌরসদরে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। থানা পুলিশের এই সফল অভিযানের পর শনিবার ১৮ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম প্রত্যেক এলাকায় সরেজমিন পরিদর্শন করেন। প্রতিটি অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম, এস আই রাজীব পোদ্দার, এস আই মং থোয়াই হ্লা চাকসহ অর্ধশতাধিক পুলিশ।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, পৃথক অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা আসামীরা হচ্ছে নিজ কন্যাকে ধর্ষণকারী দুর্ধর্ষ ডাকাত, মাদককারবারি, খুনি ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া গ্রামের মনির আহমদের ছেলে আমজাদ আলী প্রকাশ আমজাদ হোসেন। তার কাছ থেকে ১টি দেশিয় তৈরী এলজি উদ্ধার করা হয়েছে। পুকুরিয়া চা বাগান সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে। চাম্বল ইউনিয়নের খলিফা পাড়া থেকে ১টি একনল বন্দুক ও ২ রাউন্ড কার্তুজসহ মৃত লোকমান হাকিমের ছেলে মো. নেছার উদ্দিন(৫৮)কে গ্রেফতার করা হয়েছে। বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়ি এলাকায় যানবাহান তল্লাশি করে ৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার মহেশখালী, উখিয়া ও টেকনাফের বাসিন্দা হোসন আহম্মদ(৫০), মো. জাকারিয়া (২৮), মো. ইসমাইল হোসেন (৩৩) এবং মো. মোরশেদ(১৯) নামের ৪ ইয়াবাকারবারিকে গ্রেফতার করেছে। অপর অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী সাজাপ্রাপ্ত মো. আশেক প্রকাশ মোবারক (৪৫) , মো. ওসমান (৩৮), মো. রিয়াদ(৩৫)।
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম বলেন, বাঁশখালীতে অপরাধীদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে। দাগী অপরাধী কেউ পালিয়ে থাকতে পারবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy