প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৯:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২১, ১১:১৩ পি.এম
বাঁশখালীতে প্রাইভেট কারে ইয়াবা:গ্রেপ্তার-৪
আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী থানাধীন পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার ৬`শ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঁশখালী থানার চৌকস এস আই আহসান হাবীব নেতৃত্বাধীন ফোর্স গতকাল(২৭ সেপ্টেম্বর -২১) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। থানা সংলগ্ন আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া(পিএবি) আঞ্চলিক মহাসড়কের শ্যামা স্টোরের সামনে বিঞ্চু নগর, লক্ষীপুর থানা সদর এর নবী উল্লাহ এর পুত্র মো. শরীফ (৩৫) হইতে ১হাজার পিস ইয়াবা, রামগঞ্জ করপাড়া গৌরিপুর এলাকার মামুনুর রশিদের পুত্র মিরাজ হোসের (২২) থেকে ১হাজার পিস ইয়াবা, লক্ষীপুর সদর- উত্তর মজুপুর এলাকার ইসমাইল এর পুত্র মো. সাইফুল ইসলাম (২৫) হইতে ১হাজার পিস ইয়াবা, লক্ষীপুর বিঞ্চু নগর এর মনসুর আলমের স্ত্রী খায়রুন নেছা (২৫) হইতে ৬শ পিস ইয়াবাসহ সর্বমোট ৩ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ ও গ্রেপ্তারসহ একটি সাদা প্রাইভেট কার যাহা রেজি: নং- ঢাকা মেট্রো -গ-৩৭-৫৫২৬, ইঞ্জিন নং-INZ-D475664, চেচিস নং-NZE141-6125575সহ জব্দ করেন।
এই সংক্রান্তে বাঁশখালী থানার মামলা নং-৪২ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১০ (খ) রুজু করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীর ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy