
আফনান চৌধুরী, বাঁশখালী, চট্টগ্রাম:
বাঁশখালী পৌরসভার ৩ নং ওয়াডের পশ্চম নেয়াজর পাড়া
২২ শে মাচ জোহরের নামাজের পর মোজাফফর আহমদ জামে মসজিদ ও
বদিউল আলম ফকির ফোরকানিয়া মাদ্রাসার জমিতে মাটি ভরাটের কাজ দ্রত গতিতে সবার সহযোগিতায় কাজ শুরু হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন, জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রধান কারী মরতোজা হাসান বিল্লাহ ও নবী জামে মসজিদ
এর ঈমাম শফিউল আলম, জমিদাতার ছেলে পৌর কৃষকলীগের সভাপতি মানিকুল আলম মানিক,ব্যাবসায়ী সাহেদুল আলম,মিয়ার বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুল আলম আতিক,ব্যাবসায়ী মেহেরুল আলম নিশান,মোঃ নাসির উদ্দীন,মোঃ জমির উদ্দীন,
সাংবাদিক আব্দুল জাব্বার, শাহ নুর মোঃ ইলিয়াচ, নুর মোহাম্মদ নুরু,মোঃ মুবিন, মোঃ ইব্রাহিম,মিশু ইমরান, মোঃ শোয়াইব মোঃ শফি, সৈয়দ আহমদ. মোঃ আরিফ…মোঃ আমির হোসাইন সহ এলাকার
সবস্তরের জনসাধারণ উপস্তিত ছিলেন।মসজিদও ফোরকানিয়া মাদ্রাসার নিমাণ কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply