রকসী সিকদারঃ
চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়ি পূর্ব পাহাড়ে কাঠ সংগ্রহ করার সময় হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যায়।আজ শুক্রবার (২৮ ফেব্রয়ারি)সকাল ১০টার দিকে স্থানীয়রা পাহাড়ি এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে।নিহতের নাম আবু ছিদ্দিক (৪৫)নিহত ব্যাক্তি বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ি বশিরা-বারি উম্মুল কোরআন মাদ্রাসা এলাকার বাসিন্দা।নিহত আবু সিদ্দিক দুই কন্যা সন্তানের জনক।এবিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান সকালে পুইছড়ি পূর্ব পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গেলে হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি।পরে এলাকাবাসী খবর পেলে তারা ঘটনাস্থল থেকে নিহত আবু সিদ্দিকের লাশ উদ্ধার করে।এবিষয়ে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন খবর পাওয়ার সাথে সাথে অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সহ তার সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পাঠালে আবু সিদ্দিক নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়।পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।হাতি আর মানুষের মধ্যে দূরত্ব কমানো সহ হাতির আক্রমণ থেকে সাধারণ মানুষ কে রক্ষা করতে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি আসছি।বন অঞ্চলের আশপাশে বসবাসকারী এবং বনে কাজ করতে গেলে সচেতন থাকতে হবে সবাই কে,বন্যহাতির পাল খাবার,পানি সংগ্রহ এবং খেলাধুলার সময় হাতি আর মানুষের সাথে যাতে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা না ঘটে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy