মুহাম্মদ আফনান চৌধুরী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
বাঁশখালী ডিগ্রি কলেজে ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির স্বাগত মিছিল চলাকালে হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৪ মার্চ) সকালে স্বাগত মিছিলে হামলার ঘটনায় কমপক্ষে ৮/১০ জন আহত হলেও এ ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাঁশখালী থানায় কোনো ডায়েরি কিংবা মামলা হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রবিবার সকালে বাঁশখালী ডিগ্রি কলেজে ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির স্বাগত মিছিল কলেজ ক্যাম্পাসের কিছুদূর যেতে না যেতেই ইট-পাটকেল ছোড়া শুরু হয়। পাহাড়ি এলাকায় অবস্থিত এ কলেজটির শিক্ষার্থীরা দিগ্বিদিক ছুটতে থাকে।
দীর্ঘ সময় ধরে এটা চলমান থাকায় স্থানীয় জনগণ থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ঘটনায় মিছিলে থাকা কমপক্ষে ৮/১০ জন আহত হলেও তাদের মধ্যে ছাত্রদল নেতা বেলাল, নুরুদ্দিন ও মামুনের নাম পাওয়া গেলেও অন্যদের নাম পাওয়া যায়নি।
আহতরা স্থানীয় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
এ ঘটনায় দু’টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “ছাত্রদলের মিছিলে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।” তবে এখনও পর্যন্ত কেউ কোনো ধরনের অভিযোগ কিংবা মামলা করেনি বলে জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy