বাঁশখালীর পুকুরিয়ায় আনোয়ারার স্বেচ্ছাসেবকদের জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা ও মারধর।
পুকুরিয়ায় সিএনজি ড্রাইভারদের একটি সংঘবদ্ধ চক্র আজ বিকালে ছিনতাইয়ের উদ্দেশ্যে বেলগাঁও চা বাগানে এই হামলা চালায়৷
আনোয়ারা-বাঁশখালী রোড় কেরোসিন থেকে সি এন জি ড্রাইভাররা যাত্রীবেশে দিনেদুপুরে কিংবা সন্ধ্যা-রাত্রে নিরহ মানুষকে নির্জন স্থানে নিয়েগিয়ে ছুরি কিংবা অস্ত্র দেখিয়ে সংঘবদ্ধভাবে চক্র টি যোগসাজশে এই ধরনের কাছ গুলো করে থাকেন। বিগত দিনে এই ধরনের ঘটনার সাক্ষী রয়েছে। এদের কারণে যাত্রীরা সি এন জি গাড়ি করে যাওয়া-আসা করতে ভয় পাচ্ছে। এদের ধরলে অচিরেই অনেক তথ্য-প্রমাণ পাওয়া যাবে বলে বিশ্বাস করি।
অতিদ্রুত সিএনজি ড্রাইভারদের সংঘবদ্ধ এই চক্রকে গ্রেফতার করা হোক।
বিদ্রঃ এই চক্রটির সাথে জড়িত সদস্যদের কে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
Leave a Reply