প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৫, ৫:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২১, ৮:১৯ পি.এম
বাঁশের খাঁচা টুকরি বিক্রি না হওয়ায় পরিবারের জুটছে না এক মুঠো অন্য
![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/uploads/2021/07/received_337731471273626.jpeg?fit=700%2C400&ssl=1?v=1625408345)
বাঁশের খাঁচা টুকরি বিক্রি না হওয়ায় পরিবারের জুটছে না এক মুঠো অন্য
প্রতিবেদক:তৌহিদুল ইসলাম সরকার,
সরকার ঘোষিত লাগামহীন করোনা ও লকডাউনের প্রভাবে বাঁশ বেতের কারিগরদের জীবনে দুর্দিনের কালো মেঘ।
পরিবারের জন্য এক মুঠো অন্ন যোগাতে কিছু কারিগর লকডাউনের মধ্যে বাঁশ বেত দিয়ে খাঁচা তৈরি করলেও বাজারে এর ক্রেতা নেই। এসব পরিবারে চলছে হাহাকার।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আঠিরা জগলল পুমদী দুলজরী বিভিন্ন এলাকা সরজমিন ঘুরে দেখা যায় এ করুণ দৃশ্য।
বাঁশ বেতের কারিগর । সহায় সম্বল বলতে কিছুই নেই তার। জন্মের পর থেকে পারিবারিক ভাবে এ পেশায় তার জীবন শুরু। পরিবারের অন্য সদস্যরাও বাঁশ বেতের কাজের সাথে জড়িত।
কামরুল জানান, ইদানিং সরকার লকডাউন দেয়াতে আমাগো খাঁচা ও টুকরি তৈরি করলেও ক্রেতার অভাবে তা বাজারে তা বিক্রি হচ্ছে না। ফলে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিনানিপাত করছি।
একই এলাকার কারিগর রুবেল মিয়া জানান, লকডাউনের পূর্বে বাঁশ বেত দিয়ে খাঁচা ও টুকরি তৈরি করে বেশ ভালোই চলছিলো সংসার, কিন্তু করোনার প্রভাবে বাজার না থাকায় ঘরে খাবার নেই।
হোসেনপুর উপজেলা ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক জানান, সরকারি বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে বাঁশ বেতের কারিগরদের মধ্যে তা বন্টন করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy