আমান উল্লাহঃ
(জন্ম: ৫ সেপ্টেম্বর, ১৯৭০) বুড়িগঙ্গার পাড়ে এক ঝুপড়ি ঘরে জন্ম তার জীবনের যেকোনো পর্যায়ে হারিয়ে যেতে পারতেন তিনি ভাঙ্গারি কনো শিশু অথবা ধোলাইখালের কোন দোকানে কর্মচারী হতে পারতেন, কিন্তু তিনি কোনটাই হননি তিনি বেছে নিয়েছেন ক্রিকেটের প্রতি অকৃত্রিম ভালোবাসা যা পরবর্তীতে হয়ে উঠেছেন সবুজ মাঠের এক বিস্ময়কর বোলিং জাদুকর, তিনি চোখ ধাঁধানো বিশ্বকে মোহিত করেছেন এবং বাঙালি ক্রিকেটপ্রেমীদের পাগল করেছেন নিজের বোলিং জাদু দিয়ে, যাকে দেখে স্বপ্ন দেখে বর্তমানে বিশ্বসেরা বোলার হয়ে উঠেছেন বাংলাদেশের সাকিব আল হাসান, মেহেদী মিরাজ এরা। শুরুতে পেস বোলার হিসেবে বোলিং শুরু করেন পরে এক বন্ধুর পরামর্শে বাঁহাতি স্পিনার বোলিং করে বেশ কৃতিত্ব অর্জন করেন বাংলাদেশী এই ক্রিকেটার। তিনি সব ধরনের ক্রিকেট খেলতেন ও টেস্ট ক্রিকেটে তিনি বাংলাদেশের নেতৃত্বদানকারী উইকেট শিকারি বোলার ছিলেন। তিনি একজন বাঁ-হাতি স্পিনার ছিলেন। তিনি প্রথম বাংলাদেশী ক্রিকেটার যিনি একদিনের আন্তর্জাতিকে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন।