নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের গার্মেন্টস-শিল্পের কর্মপরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা সফররত বেলজিয়ামের রানি মাথিল্ডে ক্রিষ্টিয়ানা।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় ফকির অ্যাপারেলস পরিদর্শন করে বেলজিয়ামের রানি এ সন্তোষ প্রকাশ করেছেন।
এর আগে সকালে তিনদিনের সফরে ঢাকায় আসেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় ফকির অ্যাপারেলস পরিদর্শন করতে যান বেলজিয়ামের রানি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অ্যাডভোকেট হিসেবে বাংলাদেশে এসেছেন রানী মাথিল্ডে।
তিনি বেলজিয়ামের প্রথম রানি, যিনি ঢাকা সফর করছেন। এ সফরে রানি মাথিল্ডে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও ইউনিসেফের পরিচালিত একটি স্কুল পরিদর্শন করবেন রানি। বন্যা-সংশ্লিষ্ট প্রকল্পও পরিদর্শনের কথা রয়েছে তার। পরে খুলনায় ইউএনডিপির ওয়াটার সেক্টরের একটি প্রজেক্ট পরিদর্শন করে এর সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy