প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২১, ১০:৫৮ এ.এম
বাংলাদেশের নাম হবে পূর্বপাশা-জয়পুরহাট দায়রাজজ কে তালেবান পরিচয়ে চিঠি দিয়ে হুমকি
জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ রুস্তম আলীকে তালেবান গোষ্ঠি নামে সংগঠনের পক্ষ থেকে হুমকি দিয়ে চিঠি দিয়েছে জয়পুরহাট সদরের দুর্গাদহ ভাদশার আশরাফ আলী নামে এক ব্যক্তি।
এ ঘটনায় জজ রুস্তম আলী জয়পুরহাট পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দিলে। পুলিশ সুপার অভিযোগটি আমলে নিয়ে অভিযোগটি তদন্তের জন্য জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান কে নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ শে আগস্ট) সন্ধ্যায় জয়পুরহাট আদালতের সরকারি কৌশলী এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল-(পিপি) তালেবান পরিচয়ে হুমকি দেয়ার চিঠির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়পুরহাট জেলা দায়রাজজ কে তালেবান পরিচয়ে হুমকি দেয়া চিঠিতে লেখা হয়েছে, জয়পুরহাট জেলার পাঁচটি থানা ধ্বংস করব আর সবার আগে পুলিশ মারব সব। তালেবান অন্যায়ের পক্ষে নয় ন্যায়ের পক্ষে। বাংলাদেশ চলবে তালেবান অধিনে বিচার আচার হবে কোরান সুন্না অনুযায়ী। আপনি বিচারক, ন্যায় ও অন্যায় বিচার হচ্ছে না। কোর্টে যাওয়ার সময় বিচারক, আইনজীবি,মুহুরি সবাই মাথায় তালেবান পাগড়ী পরিধান করতে হবে।
পাগড়ী পরিধান না করিলে আদালতে যেতে দেওয়া হবে না হামলার স্বীকার হতে হবে। আদালতের আশ পাশে কোন পুলিশ থাকবে না। ভারত বাংলাদেশ হবে তালেবান রাষ্ট্র। বাংলাদেশের নাম হবে পূর্বপাশা আর ভারতের নাম হবে সুলতানশাহা। এছাড়া বিভিন্ন হুমকি দিয়ে হুশিয়ারী করা হয়েছে তালেবান পরিচয়ে পাঠানো ওই চিঠিতে।
বিষয়টি নিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর জাহান জানান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য না করে জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন,বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি'আমাদের তদন্ত চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy