লক্ষীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশে সেনা শাসনের কোনো আশঙ্কা নেই, দিল্লির আশ্রয়ে কেউ যদি চোখ রাঙানি দিতে চায় তাদেরকে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব বলেন মাহফুজ আলম। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে আমাদের বিরোধ নেই। তবে দিল্লীর তাঁবেদারি যারা করবে তাদের বিরোধিতা আমরা করবোই।
এর আগে সকালে চাঁদপুরে এক সভায় মাহফুজ বলেন, দেশের মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই হবে না। শেখ হাসিনার ধ্বংস করা প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে তবেই নির্বাচন দেয়া হবে।
এসময় তিনি আরও বলেন, নূন্যতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। তাই সংস্কার কমিশনগুলোর পরামর্শ নিয়ে আগে সংস্কার করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy