আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধি:
সাভারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে । মঙ্গলবার দুপুরে সাভার থানা যুবলীগের উদ্যোগে মামুন কমিউনিটি সেন্টারে এ সভার আয়ােজন করা হয় ।
সাভার থানা যুবলীগের সাধারন সম্পাদক মােঃ নাসির আহমেদ এর সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সভাপতি হাজী শফিউল আজম খান বারকু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ মােঃ মিজানুর রহমান মিজান ।
এসয় বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত যুবলীগের নেতাকর্মীরা তাদের কমিটি সম্পর্কে অতিথিগনকে অবহিত করেন । এর জবাবে আগামী এক মাসের মধ্যে পূর্বের বিলুপ্ত হওয়া কমিটি নতুন করে গঠনসহ প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড এর পুর্নাঙ্গ কমিটি তৈরী করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেন নের্তৃবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবলীগের সভাপতি হাজী শফিউল আজম খান বারকু বলেন , বাংলাদেশ আওয়ামী যুবলীগ মুক্তিযুদ্ধে চেতনায় পরিচালিত একটি সংগঠন ।
এখানে যােগ্য নেতৃত্ব দিয়ে সাধারন মানুষের মাঝে দলীয় ভাবমুর্তি উন্নত করতে হবে । কেন্দ্রিয় কমিটির নির্দেশ মােতাবেক কোন দূর্নীতি , সন্ত্রাস , চাঁদাবাজ , মাদক ব্যবসায়ীকে দলে স্থান দেয়া যাবেনা ।
মাদক মুক্ত সমাজ ও তৃণমূল যুবলীগকে শক্তিশালী করার সৎ , যােগ্য এবং মেধাবী এবং সাংগঠনিক লােকজনকে দলে রাখার পরামর্শ দেন । বর্ধিত সভায় বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের সাথে আলােচনা করা হয় ।
এসময় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলােচনা করে দিকনির্দেশনা প্রদান করা হয় । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন , সাভার থানা যুবলীগের সহ – সভাপতি আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল রাজী, সাংগঠনিক সম্পাদক শাহিন খান , বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল , সাভার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক , তেঁতুলঝােরা ইউনিয়ন যুবলীগের সভাপতি লুৎফর রহমান জয়েল , সাধারণ সম্পাদক মনির হােসেন , ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী তৌফিক , বনগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুল ইসলাম মামুন , সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন , সাভার থানা যুবলীগ রিদওয়ান মোল্লা ও দিপু মোল্লা, মোঃ মঈনুল ইসলাম (রুবেল) সাভার থানা কমিটির অন্তর্গত সকল ইউনিটের নেতা কর্মীরা ।