পটুয়াখালীর কুয়াকাটায় আগামী ২-৩ এপ্রিল, ২০২১ তারিখে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে দুইদিন ব্যাপী বিচ কার্নিভাল। উক্ত কার্নিভাল সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব জাবেদ আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ সাইফুল হাসান, উপ-পরিচালক (পরিকল্পনা ও গবেষণা), বাংলাদেশ ট্যুরিজম বোর্ড; বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; জনাব মোঃ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); জনাব ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি); পুলিশ সুপারের প্রতিনিধি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী; জনাব এস এম রাকিবুল আহসান, চেয়ারম্যান, কলাপাড়া উপজেলা পরিষদ; জনাব মো: আনোয়ার হাওলাদার, মেয়র, কুয়াকাটা পৌরসভা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি মহোদয় সুন্দর ও শান্তি পুর্ন ভাবে কার্নিভাল আয়োজনের লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..