প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৪:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২১, ১:০২ এ.এম
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
শহিদুল ইসলাম সোহেলঃ
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে টাঙ্গাইল জেলার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ সুপার টাঙ্গাইল,সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে গঠিত তিন সদস্যের নিয়োগ বোর্ডের সমন্বয়ে জেলা পুলিশ লাইন্স মাঠে আজ সকালে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।আজ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এ অংশগ্রহণকারীদের কাগজ পত্র যাচাই করণ ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রাথমিক ভাবে বাছাইয়ে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার আহ্বান জানান।
টাঙ্গাইল জেলা পুলিশ সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন,শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই শুধুমাত্র নির্বাচিত করা হবে। অন্য কোন মাধ্যমে যোগাযোগ কিংবা তদবিরের ভিত্তিতে নিয়োগ পাওয়ার কোন সুযোগ দেওয়া হবে না।আপনারা কারো প্রলোভনে পরে প্রতারিত হবেন না।এব্যাপারে কোনধরনের আর্থিক লেনদেনের প্রমাণ পেলে তার নিয়োগ বাতিল করে তার বিরুদ্ধে আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্যগণসহ টাঙ্গাইল জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy