প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২১, ২:৪২ এ.এম
বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২১’ আঞ্চলিক পর্বে আরআরএফ চ্যাম্পিয়ন

এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২১’ খুলনার আঞ্চলিক পর্বের খেলায় আরআরএফ পুলিশ কাবাডী দল চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আফ খুলনা মেট্রোপলিটন পুলিশ কাবাডী দল।
এক সময়ের গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী জাতীয় খেলা হাডুডু এখন দেশ থেকে হারিয়ে যেতে বসেছে। বাংলাদেশ পুলিশ খেলাটিকে মানুষের দৃশ্যপটে পুনরায় ফিরিয়ে আনার লক্ষে বাংলাদেশ পুলিশ কাবাডী চ্যাম্পিয়নশীপ-২০২১ আয়োজন করে। গতকাল রবিবার বিকাল ৪টায় খুলনার আঞ্চলিক পর্বের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান শিরোমণি জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার) এর সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম, খুলনা আরআরএফ পুলিশ লাইনের কমানন্ড্যান্ট মোছাঃ তাছলিমা খাতুন, পুলিশ সুপার(এ্যাসেস্ট এন্ড ওেেয়েল ফেয়ার) মোঃ সাজ্জাদুর রহমান রাসেল, উপ পলিশ কমিশনার (সদর) মোঃ এহসান শাহ। ফাইনাল খেলায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কাবাডী দল এবং খুলনা আরআরএফ পুলিশ লাইন কাবাডী দল অংশগ্রহন করে। খেলায় খুলনা আরআ্রএফ ৪৫-২৫ পয়েন্টে এ জয়লাভ করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy