মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি :
নিপীড়িত, নির্যাতিত ও শোষিত গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব। এই প্রেসক্লাবের নওগাঁ জেলা শাখার কার্যকরী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় হোটেল প্লাবনে প্রেসক্লাবের নওগাঁ জেলা শাখার আয়োজনে অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যায় যায় কালের প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ হালিম মন্ডল, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী চন্দন দেব।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা প্রতিষ্ঠাতা ও সভাপতি দৈনিক বিশ্ব মানচিত্রের প্রতিনিধি মাহবুব আলম রানা, সাধারণ সম্পাদক ও দৈনিক ক্রাইম তালাশের প্রতিনিধি আলমগীর, যুগ্ম সাধারণ
সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার সাংবাদিক আসাদুজ্জাম নাদু, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি আহসান হাবিব, দপ্তর সম্পাদক জুয়েল, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট চাঁন, কার্যকরী সদস্য ও বাংলাদেশ কন্ঠের রাশেদুজ্জামান রাশেদ এবং দৈনিক দেশ বার্তা ও সূর্যদোয় পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মুজাহিদ হোসেন,দৈনিক লাল-সবুজের বাংলাদেশের প্রতিনিধি মানিক হোসেন , স্টার নিউজ এজেন্সির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি মোঃ মানিক হোসেন সহ আরো আনেক সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।