নিজস্ব প্রতিবেদকঃ
বিভিন্ন কাগুজে প্রতিষ্ঠানের নামে প্রশান্ত কুমার (পিকে) হালদারের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।যাদের তলব করেছেন তারা হলেন কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম-পরিচালক মোহাম্মদ ফেরদৌস কবির, এবিএম মোবারক হোসেন, উপ পরিচালক হামিদুল আলম ও সহকারী পরিচালক কাদের আলী।দুদকের উপ পরিচালক গুলশান আনোয়ার প্রধানের সই করা চিঠিতে বুধবার বলা হয়েছে, তলব করা সবাইকে আগামী সোমবার সকাল ১০টায় রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসতে বলা হয়েছে।
এদিন পিকে হালদারের অর্থ আত্মসাতের বিষয়ে তাদের বক্তব্য শুনবে দুদক।
বিদেশ পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এ ব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক ছিলেন। তার বিরুদ্ধে কয়েকটি কাগুজে প্রতিষ্ঠান দেখিয়ে অন্তত সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।অর্থ আত্মসাতের এসব ঘটনায় পিকে হালদারের বিরুদ্ধে ১৫টি মামলা আছে। এসব মামলায় তার বান্ধবী ও আত্মীয় স্বজনদেরও আসামি করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়ে অনেক আসামি কারাগারে রয়েছেন।পিকে হালদারকে ধরতে প্রয়োজনে ইন্টারপোলেরও সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছিল দুদক। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, বর্তমানে কানাডায় অবস্থান করছেন পিকে হালদার।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy