প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২১, ১১:৫৬ এ.এম
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে স্থান পেয়েছে ধর্ম প্রতিমন্ত্রী

আবুল কালাম আজাদ বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, কর্মজ্যোতি প্রয়াত জিনানন্দ মহাথের ছিলেন একজন মহান বৌদ্ধ ধর্ম গুরু ও সমাজ সংস্কারক। বৌদ্ধ ধর্মের শান্তির বাণী প্রচার ও বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। এ অবদানের জন্য বৌদ্ধ ধর্মের লোকজন তাঁকে আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করে যাবেন।
তিনি আরো বলেন, এদেশের সংবিধানের অন্যতম প্রধান মূলনীতি ধর্মনিরপেক্ষতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মনিরপেক্ষ ও অসম্প্রদায়িক বাংলাদেশ ও ব্যপক উন্নয়ন গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই বিশ্ব দরবারে বাংলাদেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের রোল মডেল।
০৫ফেব্রোয়ারী শুক্রবার বিকালে লোহাগাড়ার বড়হাতিয়া খুসাঙ্গের পাড়া মহাবোধি এলাকায় জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত লোহাগাড়া-সাতকানিয়া বৌদ্ধ ভিক্ষু সমিতির সাবেক সভাপতি কর্মজ্যোতি জিনানন্দ মহাথের'র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. জ্ঞানশ্রী মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।
এসময় আলহাজ্ব জাফর আলম এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল ও সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেব সাতকানিয়া পৌর মেয়র জোবাইর প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত বোদ্ধ সম্প্রদায়ের হাজার হাজার লোক জন, বিভিন্ন রাজনৈতিক,সমাজিক,সাংবাদিক ব্যক্তি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy