প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৪:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২১, ৫:২৭ পি.এম
বাংলাদেশ সেনাবাহিনী দেশের পাশাপাশি বর্হিবিশ্বে ও সুনাম অর্জন করেছে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃঃ
বান্দরবান সেনা জোন এর শাণিত ছাব্বিশের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য আয়োজনে কেক কাটা ও এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে বান্দরবান সেনা জোন এর মাঠ প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে শাণিত ছাব্বিশের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
পরে বান্দরবানের বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা ও শাণিত ছাব্বিশের অফিসার ও সৈনিকদের সৌজন্যে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবানের ৬৯ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক (এনডিসি, এএফডব্লিউ, পিএসসি), জোন কমান্ডার আখতারউস সামাদ রাফি (বিএসপি, পিএসসি), জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বোমাং রাজা উচপ্রুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যে রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের পাশাপাশি বর্হিবিশ্বে ও সুনাম অর্জন করেছে। শাণিত ছাব্বিশ বান্দরবানে বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে অংশ নিচ্ছে এবং বান্দরবানের নিরাপত্তা নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy