নিউজ ডেস্ক
স্টার্টআপ নিয়ে তরুণদের উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আমি মনে করি, স্টার্টআপে তোমরা যারা সফল হবে, তারাই আগামীতে দেশের অ্যাম্বাসেডর (প্রতিনিধি) হিসেবে কাজ করবে।
শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় শিক্ষিত তরুণদের চাকরির পেছনে না ঘুরে কর্মসংস্থান সৃষ্টির তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, তরুণরা চাকরির পেছনে ঘুরবে কেন, তারা চাকরি দিবে। আমরা তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছি, যাতে উদ্যোক্তা হিসেবে তৈরি হয়।
দেশের যুব সমাজকে মেধাবী দাবি করে শেখ হাসিনা বলেন, আমাদের যুবসমাজের কর্মদক্ষতা আছে। আমরা তাদের দক্ষ জনশক্তি করে গড়ে তুলতে চেষ্টা করছি। এ খাতে যারা বিনিয়োগ করবে, সরকার তাদের সুরক্ষা দিবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, রাজনীতি করতে গেলে বাধা আসবে। তবে সেই বাধা অতিক্রম করেই কাজ করতে হয়। আমরা সেভাবেই কাজ করেছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy