সংবাদ বিজ্ঞপ্তি
তিন দশকের বাংলাদেশে প্রিমিয়াম স্যানিটারি ফিটিংস, স্যানিটারি ওয়্যার, কিচেন ফিটিংস ও অ্যাপ্লায়েন্সেস এবং আর্কিটেকচারাল হার্ডওয়্যার আমদানীকারকদের মধ্যে অন্যতম প্রিয়তমা বাংলা নতুন শোরুম চালু হয়েছে রাজধানীর বাংলামোটর এলাকায়।
১২ই জুলাই রাজধানীর বাংলামোটরের কাজী নজরুল ইসলাম এভিনিওর রহমান প্লাজার লেভেল ১, ২৫-২৭ প্রিয়তমা বাংলা নতুন শোরুমটির উদ্বোধন করা হয়।
শোরুমটি উদ্বোধন করেন মিঃ ফ্রাঙ্ক শ্লোডার, ব্যবস্থাপনা পরিচালক, হ্যাফেল দক্ষিণ এশিয়া; জনাব জোয়ার্দার নওশের আলী, এফসিএ, চেয়ারম্যান প্রিয়তমা বাংলা; সাথে জনাব শাহরিয়ার শাবাব, পরিচালক, প্রিয়তমা বাংলা; জনাব গোলাম রসুল বেলাল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ টাইলস ডিলারস অ্যান্ড ইমপোর্টার অ্যাসোসিয়েশন; এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট স্থপতি ও ব্যবসায়িক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হ্যাফেল দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মিঃ ফ্রাঙ্ক শ্লোডার তার বক্তব্যে বলেন, ” প্রিয়তমা বাংলা এর সবচেয়ে বড় আউটলেট খোলার সাথে সাথে এটি একটি নতুন মাইলফলক ছুঁয়েছে। প্রিয়তমা বাংলা এবং হ্যাফেলে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের আধুনিক গৃহসজ্জা শিল্পের বিকাশে একসঙ্গে কাজ করছে। আমি প্রিয়তমা বাংলাকে একটি দর্শনীয় অনুষ্ঠান উপস্থাপন করার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আমি আশা করি এই ধরনের উন্নয়ন অব্যাহত থাকবে।”
প্রিয়তমা বাংলার পরিচালক জনাব শাহরিয়ার শাবাব তার বক্তব্যে বলেন, “গ্রাহকরা যাতে এক ছাদের নিচে আধুনিক গৃহসজ্জার সকল পণ্য কেনার সুবিধা পান সেজন্য প্রথমবারের মতো এত বড় পরিসরে এই শোরুম উদ্বোধন করেছে প্রিয়তমা বাংলা।”
তিন দশকের বাংলাদেশে প্রিমিয়াম স্যানিটারি ফিটিংস, স্যানিটারি ওয়্যার, কিচেন ফিটিংস ও অ্যাপ্লায়েন্সেস এবং আর্কিটেকচারাল হার্ডওয়্যার আমদানীকারকদের মধ্যে প্রিয়তমা বাংলা অন্যতম। তারা টপ গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর (HAFELE, GROHE, INAX এবং VITRA) এর ১৮০০ টিরও বেশি পণ্য এবং সকল সলিউশন অফার করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy