বাউফলে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:
Facebook Twitter share
পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহি অফিসার জাকির হোসেন এর হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে মারিয়া (১৫) নামে নবম শ্রেনির এক মাদ্রাসা ছাত্রীর বাল্য বিবাহ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
Surjodoy.com
নিজের বিয়ে বন্ধ হয়ে যাওয়ায় বেজায় খুশি ওই শিক্ষার্থী। মারিয়া ধূলিয়া ইউনিয়নের পূর্বচাঁদকাঠী ডিএস দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী।
জানা গেছে, আজ (শুক্রবার) দুপুরে কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের রাজ্জাক কাজীর ছেলে ফিরোজ কাজীর(২৮) সঙ্গে কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আলাল ব্যাপারীর মেয়ে মারিয়ার বিয়ে আয়োজন চলছিল আলাল বেপারীর নিজ বাড়ীতে।
The Daily surjodoy
স্থানীয়দের মাধ্যমে এ খবর জানতে পারেন উপজেলা নির্বাহি অফিসার জাকির হোসেন। মারিয়া প্রাপ্ত বয়স্ক না হওয়ায় তিনি ওই গ্রামের রিপোন চৌকিদারকে পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেন। পরে বরের পক্ষের লোকজন ফিরে যান।
The Daily surjodoy
ওই মাদ্রসার সুপার মাওলানা জাকির হোসেন বলেন, বাল্য বিয়ে দেয়া দন্ডনীয় অপরাধ । এ কথা জেনেও কিছু অসচেতন অভিববাবকরা তাঁদের ছেলে-মেয়েকে বাল্য বিয়ে দিয়ে থাকেন। আমরা তাঁদেরকে সচেতন করার পরেও তাঁরা তা মানছেন না। তাই এ ব্যাপরে আইনী ব্যবস্থা গ্রহন করা হোক।
The Daily surjodoy
উপজেলা নির্বাহি অফিসার জাকির হোসেন বলেন, বাল্য বিয়ের খবর পেয়ে ওই গ্রামের চৌকিদারকে ঘটনাস্থলে পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy