আমির হোসেন বাউফলপ্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলের নওমালা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত পুরো এলাকা। গতকাল শুক্রবার রাত আনুমানিক ১১ ঘটিকার দিকে ইউপির বাবুরহাট ও বিডিসি বাজার এলাকায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়াও ওই সময় ৪-৫ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার (০৬ নভেম্বর) সকাল নয় ঘটিকার সময় পূর্ব নওমালা ৮ নং ওয়ার্ড চৌকিদার বাড়ি সংলগ্ন এলাকায় নৌকা ও ঘোড়া প্রতিকের কর্মী সমর্থকদের ভিতরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় শনিবার ১০ টার দিকে উভয় পক্ষের ১১ জন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার রাতে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন বিশ্বাসের কর্মী সমর্থকরা দেশী বিদেশী অস্ত্রে সজ্জ্বিত হয়ে বাবুরহাট ও বিডিসি এলাকায় ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান কুপিয়ে ক্ষয়ক্ষতি করে এবং ৪-৫ টি ককটেল বিস্ফোরণ করে। এসময় ঘটনা স্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা নিরব ভূমিকায় ছিলো। পরদিন শনিবার সকালে আনুমানিক ৯ ঘটিকার সময় পূর্ব নওমালা ৮ নং ওয়ার্ড চৌকিদার বাড়ির সংলগ্ন নৌকা প্রতিকের কর্মী সমর্থকরা আ.লীগ নেতা স্বতন্ত্র পার্থী মো.শাহজাদা হাওলাদের (ঘোড়া প্রতিক) কর্মী সমর্থকদের ধাওয়া দেয়। এসময় ঘোড়া প্রতিকের কর্মীরা নৌকা প্রতিকের কর্মীদের পালটা ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। আহতরা সকলে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। উল্লেখ্য, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাউফল উপজেলার নওমালাতে গত একসপ্তাহে বিচ্ছিন্ন হামলা পাল্টা হামলায় উভয়পক্ষের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এবং একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এছাড়াও ঘোড়া প্রতিকের একজন কর্মী ছাত্রলীগ নেতা মো. সজিব গুলিবিদ্ধ হয়েছিলেন, অস্ত্রোপচারের মাধ্যমে তার ঘাড় থেকে গুলি বের করা হয়েছিলো। তবে পুলিশ এখন পর্যন্ত কোন অস্ত্র উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন বলেন,ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।