আমির হোসেন,বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ এর সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩রা অক্টোবর (রোববার ) ১১টায় উপজেলার কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির নতুন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর ২০২১ খ্রি. পর্যন্ত মোট ২২ দিন ইলিশের ডিম ছাড়ার প্রধান মৌসুমে যেন জেলারা মাছ ধরা থেকে বিরত থাকে সে জন্য নানাবিধ সচেতনতা মূলক বিবৃতি তুলে ধরা হয়েছে। বাউফলের কালাইয়া, নাজিরপুর, শৌলা, কালিশুরী, ধূলিয়া, মমিনপুর, চন্দ্রদ্বীপের জেলেদের সরকারি নির্দেশনা ও আইন অমান্যকারীর শাস্তি সংক্রান্ত বিষয়ে অবহিত করা হয়েছে।
মৎস্য আড়ৎদার, মৎস্যজীবী/মৎস্য ব্যবসায়ী , ইঞ্জিন চালিত নৌযান/বরফ কলের মালিক, বাজার কমিটির প্রতিনিধি এবং মিডিয়া কর্মীদের নিয়ে অবহিতকরণ ও সচেতনমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কফিল উদ্দিন নৌ পুলিশ বরিশাল অঞ্চল, বিশেষ অতিথি বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল-মামুন, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল ।
কালাইয়া ফাঁড়ির ইনচার্জ এস আই গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার ।