বাউফলে করোনায় আক্রান্ত-৬০
মৃত্য-১
আমির হোসেন(বাউফল) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চম্পা বেগম (৩০) নামে এক মহিলা মারা গেছেন। বুধবার দিবাগত রাত ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত চম্পা বেগমের বাবার নাম খলিলুর রহমান। তার বাড়ি মদনপুর ইউনিয়নের মদনপুর গ্রামে।
জানা গেছে, চম্পা বেগম করোনার উপসর্গ নিয়ে গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। নমুনা পরীক্ষার তার রিপোর্ট পজেটিভ আসে। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
উল্লেখ্য, গত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত দুই সপ্তাহে বাউফলে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ জন। এদের মধ্যে ১১ জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন । অন্যরা হোম আইসোলেশনে রয়েছে। এর আগে করোনায় আক্রান্ত হয়ে কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নে দুই জনের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্বাস্থ্য বিধি মেনে মৃতের দাফন কাজ সম্পন্ন করা হবে।’