বাউফলে করোনা সনাক্তের হার শতকরা ৬৩ ভাগ
আমির হোসেন( বাউফল)প্রতিনিধি:
কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ মেনে না চলায় পটুয়াখালীর বাউফলে করোনা সনাক্তের হারে উর্ধগতি লক্ষ করা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা নমুনা পরীক্ষা করতে আসা অধিকাংশ রোগীর রিপোর্ট পজেটিভ সনাক্ত হচ্ছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানষের মধ্যে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২ টা থেকে আজ শনিবার দুপুর ১২ টা পর্যন্ত ২৪ ঘন্টায় মোট ৬০ জনের করোনা নুমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৩৮ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এতে সনাক্তের হার দড়ায় শতকরা ৬৩ ভাগ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আক্তারুজ্জামান বলেন, কোরবানীর ঈদ উপলক্ষে সরকার চলমান লকডাউন শিথিল করায় দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন নিজ এলাকায় চলে আসায় ও স্বাস্থ্য বিধি মেনে না চলায় করোনায় আক্রান্তের হার হঠাৎ করে বেড়েছে। লোকজন সচেতন না হলে সংক্রামনের এ হার কমানো সম্ভব নয়। এ সময়ে সবাইকে সরকারি বিধি নিষেধ মেনে চলার জন্য অনুরোধ জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy