আমির হোসেন ,বাউফল প্রতিনিধি:
করোনা মহামারির মধ্য পটুয়াখালীর বাউফলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়ে মানবিকতার নজির স্থাপিত হল। মধ্য মদনপুরা গ্রামের এক কৃষকের ২একর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা।
১ মে রোজ শনিবার ওই ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
ধান কাটা কর্মসূচিতে অংশ নেয় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম সিকদার, সহভাপতি মো.আমিরুল ইসলাম লিটন, যুগ্ম সাধারন সম্পাদক মিজান ডালি, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবুল কালাম লিটন, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, ০৮ নং মদনপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. জুয়েল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা ইউনুস খাঁন।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হারুন অর রশিদ বলেন,‘ করোনা মহামারির কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে।
তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। আগমী দিনেও এমন কর্মসূচি চলমান থাকবে।