বাউফলে কোরবানীর ঈদকে ঘিরে কর্মব্যস্ত কামার শিল্প
আমির হোসেন (বাউফল) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযাহা (কোরবানির ঈদ)। আর কোরবানীর ঈদকে ঘিরে পটুয়াখালীর বাউফলে ক্রেতা সাধারণের ভীড় মূখর হয়ে উঠছে কামার শিল্পের দোকানগুলা।
তাদের যেন দম ফেলার সময় নেই। বছরের অন্যান্য সময়ের চেয়ে কোরবানির ঈদের আগে কামার শিল্পদের কাজের চাপ অনেকটা বেড়ে যায়। সেই সাথে বেড়ে যায় তাদের আয়-রোজগারও ।
তবে কামার শিল্প প্রয়োজনীয় জ্বালানি কয়লা ও লেহার দাম বাড়লেও সে তুলনায় উৎপাদিত পণ্যের দাম বাড়েনি। ফলে আর্থিকভাবে তেমন লাভবান হচ্ছে না কামার শিল্পরা।
সরেজমিন ঘুরে দেখা যায় বাউফলের পৌর শহর সহ উপজেলার সব ইউনিয়নেই কর্মব্যস্ত হয়ে পড়েছে কামার শিল্পরা। পশুর মাংস কাটার নতুন সরঞ্জামাদি তৈরি ও পুরাতন দা, ছুরি,বটি,চাপাতি শান দেয়ার ধুম পড়েছে।
পৌরশহরের দিলিপ কর্মকার জানান লকডাউনের জন্য গত বছরের চেয়ে এবছরে লোকসমাগম কম হওয়ায় প্রয়োজনের তুলনায় পশুর মাংস কাটার নতুন সরঞ্জামাদি বিক্রি হচ্ছে কম।