আমির হোসেন (বাউফল) প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ওই গৃহবধূর নাম আয়শা আক্তার(১৮) স্বামী রাজিব সরদার। ৮ই মে শনিবার নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, গত ফেব্রুয়ারী মাসে রাজিব সরদারের সাথে নওমালা গ্রামের ইসমাইল পেশকারের মেয়ে আয়শার বিয়ে হয়।
বিয়ের পরে স্বামী স্ত্রী দুইজন ঢাকায় ছিল। গত এক সপ্তাহ আগে তারা বাড়িতে আসে। আয়শার বাবা মা ঢাকায় থাকে। স্বামীর বাড়িতে কেউ থাকতো না তাই আয়শা বাবার বাড়িতেই থাকতো। তার স্বামীর নগরেরহাট বাজারে মোবাইল সার্ভিসিং এর দোকান আছে।
ঘটনার আগের দিন রাতে স্বামী ও স্ত্রী এক সাথে ঘুমিয়ে ছিল। শনিবার সকালে স্বামী রাজিব সরদার ঘুম থেকে উঠে স্ত্রীকে শোয়ার রুমে আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং রশি কেটে লাশ নামায়।
কয়েকজন প্রতিবেশী জানান, স্বামী ও স্ত্রী ঢাকা থেকে আসার পর কখনো তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়নি। তবে আয়শার স্বামী রাজিব নেশা করতো। এনিয়ে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে থাকতে পারে।
খবর পেয়ে বাউফল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছেন।