আমির হোসেন ( বাউফল) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে চাচা শ্বশুড়ের নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মুক্তা বেগম(২৬) নামে এক গৃহবধূ। শনিবার সন্ধ্যায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতোশখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে তাঁকে আশ্কংাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর স্বমীর নাম সোহেল মৃধা।
মুক্তার মামা রফিক দফাদার বলেন, দীর্ঘদিন ধরে আমার ভাগ্নেজামাই সোহেল মৃধার সঙ্গে তাঁর চাচাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় মুক্তা প্রতিবাদ করায় প্রায়ই সোহেলের চাচা মজিদ মৃধা মুক্তাকে অকথ্য ভাষায় গালমন্দ এবং মানসিক নির্যাতন করত। শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তার সঙ্গে ঝগড়া হয় মজিদ মৃধার পুত্রবধূ লাবনীর সঙ্গে। এক পর্যায়ে মুক্তার চাচা শ্বশুড় আঃ মজিদ মৃধা ঘটনাস্থলে পৌছে মুক্তাকে খারাপ ভাষায় গালমন্দ করে ও শারীরিকভাবে নির্যাতন করে। চাচা শ্বশুড় বারবার তাকে নির্যাতন করায় তা সহ্য করতে না পেরে মুক্তা বেগম সন্ধ্যায় কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এ ঘটনাটি মুক্তার মা নিলুফা বেগম দেখে ফেলেন। পরে তাঁর ডাকচিৎকারে বাড়ীর লোকজন এসে মুক্তাকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মুক্তা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা(তদন্ত) আল মামুন বলেন, বিষয়টি আমাকে কেউ অবহিত করে নাই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।