বাউফল(পটুয়াখালালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে প্রকাশ্য দিবালোকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাত্রদল নেতা রাসেদুল হাসান শাওন হত্যার সাথে জড়িত খুনির ফাঁসির দাবি ও হত্যা কান্ডের ইন্দনদাতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলকাবাসী। আজ রোববার বেলা ১১টায় বাউফল-বরিশাল সড়কের বিলবিলাস বাজার এলাকায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শ্রেনি পেশার কয়েকশত লোক অংশ গ্রহন করেন। এ সময়ে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আহসান উদ্দিন, ছাত্রদল নেতা মুজাহিদ মুন্সি, বাউফল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, বাউফল ইউনিয়ন যুবদলের সভাপতি জিএম নুরুল ইসলাম, বাউফল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানবীরুল ইসলাম কোয়েল ও নিহতের বড় ভাই রাকিবুল হাসান সাগর খন্দকার বক্তব্য রাখেন। বক্তারা এ সময়ে শাওন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবী জানান।
উল্লেখ্য, গত ২৪ আগষ্ট বিলবিলাস বাজারে বেলা ১১ টার দিকে শাওনকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে রাজীব রাজা নামে এক যুবক। পরে উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে শাওনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এর কয়েক ঘন্টার মধ্যেই স্থানীয়দের সহায়তায় ঘাতক রাজীব রাজাকে গ্রেপ্তার করেপুলিশ। পরে হত্যাকারী রাজীবসহ আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত শাওন গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের এম.এ প্রর্থম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy