প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২১, ৪:২২ পি.এম
বাউফলে থাই গ্লাস চাপায় শ্রমিক নিহত!!
আমির হোসেন, বাউফল (প্রতিনিধি)
পটুয়াখালীর বাউফলে থাই গ্লাস চাপায় পিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ঐ ব্যক্তির নাম সাহেব আলী সরদার (৫৫)। জানা গেছে, সাহেব আলী উপজেলার ০৯ নং নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের মজিদ সরদারের ছেলে। ১৩ এপ্রিল মঙ্গলবার উপজেলার কালাইয়া ধানহাট ট্রাকষ্ট্যান্ড নামক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ট্রাক যোগে উপজেলার পৌর শহরের রুহুল আমিনের মালিকাধীন বিসমিল্লাহ্ গ্লাস হাউস একটি প্রতিষ্ঠানের বেশ কিছু থাই গ্লাস নিয়ে কালাইয়া ধানহাটা ট্রাক ষ্ট্রান্ড আসে। ষ্টান্ড থেকে ট্রাকটি ঘুড়াতে গিয়ে ট্রাকের উপর থাকা শ্রমিক সাহেব আলীর ওপর গ্লাস গুলো চাপা পড়ে।
ট্রাকষ্টান্ডের সুপারভাইজার মো. আসলাম বলেন, ট্রাকটি ঘুড়াতে গিয়ে একদিকে হেলে পরলে ট্রাকে আড়াঅড়ি ভাবে রাখা একপাশের গ্লাস গুলো মুহুর্তের মধ্যে শ্রমিক সাহেব আলীর ওপর পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy