আমির হোসেন (বাউফল) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে পুলিশের অভিযানে একাধিক মামলার আসামী চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো.ফোরকান হাওলাদার (৩০)কে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় প্রযুক্তিতে তৈরী পাইপগান সহ আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ফোরকান ০৭ নং বগা ইউনিয়নের বানাজোড়া গ্রামের মো. ফজলে হাওলাদারের ছেলে।
মঙ্গলবার (২৭ এপিল) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বগা বন্দর ব্রিজের উপর থেকে ৭পিছ ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫’শ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকালে উপস্থিত স্বাক্ষীদের গুলি করে হত্যা করার হুমকি দিলে সন্ধেহ হয় পুলিশের। পরে জিঙ্গাসাবাদ করা হয় তাকে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে ০৭ নং বগা ইউনিয়নের বানাজোড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে তার বিছিনার নিচ থেকে ওই পাইপগানটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় ফোরকান নিজেকে বিএনপির নেতা হিসাবে পরিচয় দিতেন। মাদক বিক্রি ও চাঁদাবাজি তাঁর প্রধান পেশা। তার বিরুদ্ধে মাদক,চাঁদাবাজি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। একাধিকবার কারাভোগও করেন। গত কয়েকদিন ধরে বগা বন্দরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবী করেন ফোরকান। ভুক্তোভোগীরা বগা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দেন। অভিযোগের সূত্র ধরে পুলিশ তাঁর উপর নজরদারী বাড়ান। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিনে মাদক বিক্রির সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বাড়ি থেকে পাইপগান উদ্ধার করা হয়।
এবিষয়ে বাউফল থানার ওসি তদন্ত আল-মামুন বলেন,‘ গ্রেপ্তারকৃত ফোরকান বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে একজন চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।