আমির হোসেন , বাউফল প্রতিনিধি,
পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে শিশু মারিয়ম (৭) এর মৃত্যু হয়েছে, শুক্রবার (১২ই মার্চ -২০২১ ইং) দুপুর ১টার সময় উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপাশা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মরিয়ম ওই গ্রামের খোকন হাওলাদারের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের সময় মরিয়ম গোসল করার জন্য ঘরের পিছনে সাবান, শেম্পু ও মগ হাাতে নিয়ে ঘর থেকে গোসলের উদ্দেশ্যে বের হয়।
বাবা খোকন শুক্রবার জুমার নামাজের জন্য মসজিদে যায়, মা,পাশে রান্নাঘরে পাক করে,বাবা নামাজ শেষ করে বাড়িতে আসে, মিষ্টি হাতে নিয়ে, মেয়ে মরিয়মকে দেখতে না পেয়ে খুঁজতে বের হয়ে অনেক খোঁজাখুজির পর দেখতে পায় যে ঘরের পাশে পুকুরে মরিয়মের লাশ ভাসছে।
পরে কান্নাকাটি শব্দ শুনে বাড়ির লোকজন আসে এবং পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।