মো:ফিরোজ,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে দেড় বছর বয়সী মোঃ আমান উল্লাহ নামে এক শিশু মারা গেছে। আজ বুধবার বিকেল ৩ টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লা ।
জানা গেছে, চরকচুয়া গ্রামের আবু বকর জোমাদ্দারের ছেলে আমানউল্লাহ সকলের অগোচরে বাড়ীর পাশে খালে পড়ে যায় । খোঁজাখুজির এক পর্যায়ে খাল থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনেরা । পরে কালাইয়া শাহেদা গফুর মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy